স্টাফ রিপোর্টার : যৌতুকের অভিযোগে স্ত্রী, শ্যালক সহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের শেখ মসলেম আলীর ছেলে শেখ আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আসামিরা হলেন খুলনা জেলার ফুলতলা উপজেলার পায়গ্রামের আজাহার খা’র মেয়ে সায়েলী পারভীন লিপি, তার ভাই আরিফুল ইসলাম ও একই গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইসলাম। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তকরে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর গত বছরের ১৬ ফেব্রুয়ারী লিপির সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় আসামিরা বাদীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। তার প্রেক্ষিতে নগদ ৫০ হাজার টাকা, এক ভরি সোনার চেইন, কানের দুল সহ মোট এক লাখ ৪০ হাজার টাকার মালামাল দেয়। বিয়ের কয়েকদিনের মাথায় স্ত্রী অন্য আসামিদের প্ররোচনায় বাদীর নামীয় কচুয়া ইউনিয়নে থাকা পাঁচ শতক জমি সহ বাড়ী লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।এক পর্যায় গত বছরের পহেলা ডিসেম্বর লিপি সোনার চেইন, কানের দুল, নগদ টাকা সহ বাড়ি থেকে চলে যায়। পরে যোগাযোগ করলে অপর আসামিরা জানায় ওই জমি লিখে দিতে হবে অথবা পাঁচ লাখ টাকা দিতে হবে অন্যথায় লিপি আর বাদীর কাছে যাবেনা। বাদী শেষ মেষ আদালতে এ মামলা করেন। এরআগেও লিপির তিনটি বিয়ে আছে বলে মামলায় উল্লেখ করা হয়।