স্টাফ রিপোর্টার : তুলার মিলে আগুন লেগে সর্বশান্ত হয়ে পড়েছেন একেএম আবিদুর রহমান নামে একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি বৈদ্যুতিক শকর্ট সার্কিট থেকে তার তুলার মিলে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকা মুল্যেও বিপুল পরিমান আঁশ তুলা পুড়ে গেছে। এঘটনায় আবিদুর রহমান যশোর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি কেেরছন। যার নম্বর-১৭৭৭। তারিখ ৩১ ডিসেম্বর-২০২০ ইং।
আবিদুর রহমান জানান, যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুর ময়লা খানার উত্তর পাশে থ্রী স্টার নামে তার একটি কটন মিল আছে। গত ৩১ ডিসেম্বর সকালে প্রতিদিনের ন্যায় মিলের শ্রমিকরা মিলটি চালু করে। এর ২ ঘন্টা পর সকাল ৮টার দিকে মিলে কর্মরত শ্রমিকরা মিলের মেশিন ঘরে আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে মিলের গুদামে থাকা প্রায় ১৫ লাখ টাকা মুল্যের তুলা পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দাবি করেন বৈদ্যুতিক শকর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত । এদিকে উপার্জনের একমাত্র অবলম্ব এই তুলার মিলটি আগুনে ভষ্মিভ’ত হওয়ায় এক প্রকার পথে বসেছেন আবিদুর রহমান। তিনি এই ক্ষতি পুষিয়ে উঠতে ও মিলটি পুনরায় চালু করেত সরকারের আর্থিক সহায়তা কামনা করেন। এদিকে মিলটি আগুন লেগে পুড়ে যাওয়ার কারনে বন্ধ হয়ে যাওয়ায় মিলের বহু শ্রমিক বেকার হয়ে পড়েছে। করোনার এই মহামারি কাটিয়ে মিলটি চালু করলেও আগুনের কারনে তা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক ও মিলের মালিক পড়েছেন চরম বিপাকে।














