যশোর বন্ধুসভার নতুন কমিটি গঠন ।। সভাপতি নাসরিন শিরিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান

0
423

স্টাফ রিপোর্টার : প্রথম আলোর পাঠক সংগঠন যশোর বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বন্ধুসভার বার্ষিক সাধারণ সভায় প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি মোয়াজ্জেম হোসেন।
এক বছর মেয়াদি নতুন এ কমিটির সভাপতি নাসরিন শিরিন ও সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি সাঈদুর রহমান লিটন ও মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাহমিনা ও কাজী ইসরাত শাহেদ, সাংগঠনিক সম্পাদক নূরন্নবী, উপ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আকতার রুমি, নারী বিষয়ক সম্পাদক অনন্যা দাস, পাঠচক্র সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কবীর চৌধুরী, যোগাযোগ সম্পাদক নাহিদ হাসান জয়, প্রচার সম্পাদক মামুন হোসেন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনিরা খাতুন, দপ্তর সম্পাদক ধীমান আল হামী, সাহিত্য সম্পাদক মিম আকতার, পাঠাগার সম্পাদক আবু রায়হান, প্রশিক্ষক সম্পাদক মুসলিমা আকতার মৌ, অর্থ সম্পাদক সালমা খাতুন জেরিন, সমাজ কল্যাণ সম্পাদক সুমাইয়া সোমা, পরিবেশ সম্পাদক রিমন ইসলাম, ক্রীড়া সম্পাদক সাইমামুল হক, অনুষ্ঠান সম্পাদক প্রিয়রঞ্জন দত্ত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক শামীমা আকতার এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহরিয়ার পারভেজ কৌশিক।
একই সাথে নতুন কমিটির উপদেষ্টা পরিষদের ছয়জনের নামও ঘোষণা করা হয়েছে। তারা হলেন, যশোর শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সরকারি এমএম কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শাহ্জাহান কবীর, যশোর শিক্ষা বোর্ড মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক পারভীনা খাতুন, বন্ধুসভার সাবেক সভাপতি মোয়োজ্জেম হোসেন ও প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here