নাম থেকে পদবী সরালেন শ্রাবন্তী

0
426

বিনোদন ডেস্ক : বার বার তিনবার। এই নিয়ে তিন-তিনবার ভাঙন চলেছে টলিউডের নায়িকা শ্রাবন্তীর সংসার। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ফের বিচ্ছেদের কালো ছায়া শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের পরিবারে। তবে বিয়ে ভাঙার কারণ নিয়ে রোশন বা শ্রাবন্তী কেউই মুখ খোলেননি। কিন্তু যা রটে, তার কিছু তো ঘটে । যেমন, দু’জনেরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একে অপরের ছবি ডিলিট করে দিয়েছেন। একসঙ্গে তাদের আর কোথাও দেখা যাচ্ছে না। সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে এড়িয়ে যাচ্ছেন দু’জনেই ।
এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর ৷ রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে ৷ অভিমন্যুর ডাক নাম ঝিনুক। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী৷ বিয়েও করেন৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন ৷ আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান৷ ভালই চলছিল সব৷ তবে হঠাৎ এমন কী ঘটল, যাতে সংসারের দেওয়ালে ভাঙন? সেই উত্তর অবশ্য মেলেনি। তবে এতদিন পর্যন্ত তার ইনস্টাগ্রামের পাতায় জ্বলজ্বল করত শ্রাবন্তী সিং নামটি। সম্প্রতি সেটি বদলে শুধুই শ্রাবন্তী করে দিয়েছেন নায়িকা। পাশে রয়েছে লাল রঙের হৃদয়ের ইমোজি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here