বিয়ের আগেই মা হয়েছিলেন রাবিনা

0
264

বিনোদন ডেস্ক : বিয়ের আগেই মা হয়েছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। মাত্র একুশ বছর বয়সেই মা হয়ে যান এই অভিনেত্রী। বিয়ের আগে দুই সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত যে খুব একটা সহজ ছিল না, এবার তা খোলাসা করলেন রাবিনা নিজেই। বলিউডে আসার পরপরই দুই শিশু কন্যাকে দত্তক নেন তিনি। ক্যারিয়ার শুরুর পরপরই অর্থাৎ মাত্র ২১ বছর বয়সেই দুই মেয়ের দায়িত্বভার নিয়ে মা হয়ে ওঠেন রাবিনা। তিনি জানান, ২১ বছর বয়সে যখন দুই সন্তানকে দত্তক নেন, সেই সময় অনেকেই তাকে বাঁধা দেন। তার বয়স কম, তাই এত কম বয়সে দুই মেয়েকে সঙ্গে নিয়ে কে তার জীবনসঙ্গী হতে চাইবে বলেও অনেকে তাকে সাবধান করতে শুরু করেন। ওই সময় অনেকে অনেক কথা বললেও তিনি কিছু শোনেননি।
পূজা এবং ছায়াকে দত্তক নেওয়া তার জীবনের সবচেয়ে ভাল সিদ্ধান্ত বলেও মত প্রকাশ করেন বলিউডের এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। বিয়ের আগে দুই মেয়েকে দত্তক নেওয়ার পর তাদের বড় করে বিয়েও দেন রাবিনা ট্যান্ডন। বর্তমানে রাবিনার দুই মেয়েই সংসার করছেন। দুই শিশু কন্যাকে দত্তক নেওয়ার পর তাদের সঙ্গেই কেটে যায় তার জীবন। ক্যারিয়ারের পাশাপাশি পূজা এবং ছায়াকে বড় করে তোলা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল বলেও জানান রাবিনা। পূজা এবং ছায়াকে নিয়েই এরপর অনিল থাডানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here