মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের রোল নম্বর পরিবর্তে আইডি

0
355

স্টাফ রিপোর্টার,ডুমুরিয়া,খুলনাঃ-চলতি শিক্ষাবর্ষে থেকে শিক্ষার্থীদের শ্রেনি রোল থাকছে না ।রোল এর পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম¦র দেয়া হবে।৩জানুয়ারি২০২১ইং তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ মোঃ গোলাম ফারুক হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত ঘোষনা দেওয়া হয় ।কোভিড-১৯ মহামারীর কারণে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে(৬ষ্ঠ থেকে ১০ শ্রেনি পর্যন্ত)প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।শুধু মাত্র এ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন করে শিক্ষার্থীদের রোল নাম্বার গ্রদান যথাযথ হবে কিনা ,তা নিয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।এ ছাড়া রোল নাম্বার প্রথা শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতা তৈরি করে, যা শেষ পর্যন্ত গুনগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় ।গুনগত শিক্ষা অর্জনে প্রতিদ্বন্দ্বিতার মনোভার নয় বরং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা মূলক মানসিকতা তৈরি করা প্রয়োজন,এক্ষেত্রে রোল নাম্বার প্রথার পরিবর্তে আইডি নাম্বার ব্যবহার অনুকুল পরিবেশ তৈরি করবে ।গত ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ড়া.দীপু মনি বলেন,আসছে বছর শিক্ষার্থীদের শ্রেণি রোর নাস্বার থাকছে না । অধিদপ্তর আরও বলেছে , শিক্ষার্থীদের দুই পদ্ধতিতে আইডি নম্বর দেয়া যায়। একটি দৈবচয়ন পদ্ধতিতে অপরটি শিক্ষার্থীদের নামের বর্ণ ক্রমানুসারে আইডি প্রদান করা যায় ।এ আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে মাঠ পর্যায়ের শিক্ষাকর্মকতা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধানদের বলেছে শিক্ষা অধিদপ্তর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here