যশোরে ইউপি মেম্বরের বিরুদ্ধে আইনজীবীর চাঁদাবাজী মামলা

0
280

স্টাফ রিপোর্টার : যশোরে এক ইউপি মেম্বরের বিরুদ্ধে যশোর আদালতে চাঁদাবাজি ও জমিদখলের অভিযোগে মামলা হয়েছে। আসামি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য খোলাডাঙ্গা গ্রামের মৃত অখিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম। মামলাটি করেছেন একই গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে প্রবীন আইনজীবী আব্দুল মান্নান। মামলার অভিযোগের বিষয় আমলে নিয়ে জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযাগে বাদী উল্লেখ করেছেন, বাদীর বাড়ির পেছনে তরিকুল জমি বাইনা করে। সেই জমি প্লট আকারে বিক্রি করতে চাই। কিন্তু প্লট তৈরীতে পর্যাপ্ত রাস্তা না থাকায় বাদীর জমির এক অংশের উপর রোপন করা গাছ কেটে দখলে নিতে পাইতারা করতে থাকে। কিন্তু আব্দুল মান্নান বিরোধিতা করলে বিভিন্ন সময় তরিকুল নানা ধরণের হুমকি ধামকিও দেয়। সর্বশেষ গত ৫ জানুয়ারি সকাল সাড়ে আটটায় আব্দুল মান্নান সকালে হাটার পথে তরিকুলের বাড়ির সামনে পৌছালে স্থানীয় জ্জ জন সন্ত্রাসী নিয়ে তরিকুল মান্নানের গতিরোধ করে। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তরিকুল জানায়, বাদী প্রতিবাদ করলে তলিকুল তার জ্যাকেটের পেছনে গুজে রাখা গাছি দা বের করে আব্দুল মান্নানের গলায় ধরে বলে, জবাই করে লাশ পুকুরে ফেলে দেবে বলে হুমকি দেয়। এরপর আব্দুল মান্নানের পাজরে লাথি মেরে রাস্তার উপর ফেলে দেয়। গলার উপর পা দিয়ে বলে ওই জমির গাছকেটে ছেড়ে দিতে হবে অন্যথায় ১০ লাখ টাকা দিতে হবে। এসময় তরিকুলের সাথে থাকা অন্যরাও অস্ত্রনিয়ে আব্দুল মান্নানকে ঘিরে নানা ধরণের হুমকি ধামকি দেয়। মান্নানের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তরিকুল সহ তার সাথে থাকা সন্ত্রাসীরা হুমকি দিয়ে চলে যায়। পরের দিন বাদী আদালতে এ মামলা করে। আদালত কোতোয়ালি থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। উল্লেখ, এরআগেও গত বছরে জেলা পরিষদের পক্ষথেকে তরিকুলের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা হয়। সে মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here