বিনোদন ডেস্ক : আবারো বাংলাদেশে এলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লকডাউনের আগে এই অভিনেত্রী ‘বিক্ষোভ’ শিরোনামের একটি ছবির শুটিং শুরু করেন। সেই সময়ে এই ছবির একটি গানের শুটিং বাকী ছিল। এখন সেই গানের শুটিং নিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গে ব্যস্ত আছেন বলে জানান অভিনেত্রী। ভারতীয় একটি গনমাধ্যমকে এটি নিশ্চিত করেন শ্রাবন্তী নিজেই। তিনি বলেন, লকডাউনের আগে ছবি শেষ হয়ে গেলেও বাকি ছিল একটি গান। সেটি শুট করতেই এখন ব্যস্ত তিনি। এই ছবিতে শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে শান্ত খানকে।
তবে এই বিষয়ে ছবির নির্মাতার শামিম আহমেদ রনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এদিকে এই প্রথম নয়, ২০১৮ সালেও অভিনেত্রীকে দেখা গিয়েছিল ঢালিউডের ছবিতে। গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী।














