মোহাচ্ছান আলী শাওন, ভ্রাম্যমাণ প্রতিনিধি : কেশবপুরের হাসানপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন জমে উঠেছে। ৩টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। সভাপতি পদে মনঞ্জুর আলম পলাশ জন সমার্থনে এগিয়ে আছে।
কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের হাসানপুর বাজার একটি অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। উক্ত বাজারের উন্নয়ন কমিটি দ্বারা দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে। পূর্বের কমিটির সভাপতি মনঞ্জুর আলম পলাশ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে চলমান কমিটি বিলুপ্তি করে পুনঃরায় কমিটি নির্বাচনের জন্য নির্বাচনী কার্য্যক্রম শুরু করেছে। আগামী ১০ জানুয়ারি কেশবপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে হাসানপুর বাজারে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে বর্তমান সভাপতি মনঞ্জুর আলম পলাশ ও অপর প্রার্থী ওজিয়ার রহমান। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হলেন সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, মাজেদুর রহমান ও মশিয়ার রহমান, এবং কোষাধ্যক্ষ ২ জন প্রার্থী হাতেম আলী ও মনিরুজ্জামান মনি প্রতিদ্বন্দীতা করছেন। উক্ত বাজারে মোট ভোটারের সংখ্যা ২শ ৩৯ জন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ সরদারকে আহবায়ক করে শক্তিশালী একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন ফরিদুর রহমান। নির্বাচনের সার্বিক তদারকি করছেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক জুলমত আলী।
গতকাল বুধবার হাসানপুর বাজারে পরিদর্শন কালে চা ব্যবসায়ী আব্দুল হামিদ, ফল ব্যবসায়ী আব্দুল হালিম, কাপড় ব্যবসায়ী ওহেদুজ্জামান, মুদি ব্যবসায়ী মো: লাল্টু ও মাসুদ এন্টারপ্রাইজের মালিক আনসার আলীসহ অনেকের সঙ্গে আলাপ কালে তাঁরা জানান, বিগত কমিটি কার্যক্রম আমরাপ দীর্ঘদিন দেখছি। তাঁরা সুনামের সঙ্গে বাজার পরিচালনা করেছেন। বর্তমান বাজার পরিচালনা কমিটির নির্বাচন শুরু হওয়ার পরে ব্যবসায়ী ভোটারদের মাঝে ব্যাপক একটা উৎস্য আমেজ দেখা দিয়েছে। তাঁরা বলেন প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে দক্ষ ও যোগ্যতার চুলচেরা বিশ্লেষণ করে যোগ্যতার ভিত্তিতে আমার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করব।
এ ব্যাপারে হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নির্বাচনের সার্বিক তদারকির দায়িত্ব পালনকারী অধ্যাপক জুলমত আলী বলেন, ইতিমধ্যে হাসানপুর বাজার উন্নয়ন কমিটির নির্বাচনকে ঘিরে বাজারে ভোটারদের মাঝে উৎস্যের আমেজ সৃষ্টি হয়েছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে আগামী ১০ তারিখে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।















