মাগুরায় জোড়া মাথা নিয়ে কন্যা শিশুর জন্ম

0
427

সাব্বির হিমু,মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে মঙ্গলবার বিকেলে দুই মাথার এক কন্যা শিশুর জন্ম হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশু ও তার মা সুস্থ আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মাগুরা সদরের জগদল গ্রামের পলাশ মোল্লার স্ত্রী সোনালি বেগম এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

ডাক্তার মাসুদুল হক জানান,শিশুটি জন্মগ্রহণ করেছে একটি শরীরে দুটি মাথা নিয়ে। এছাড়া শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে। জন্মের পর শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

নবজাতকের পিতা পলাশ মোল্লা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা শহরের একটি বেসরকারি হাসাপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক কন্যা শিশুর জন্ম হয়। পরে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় শিশুটিকে আপাতত ঢাকায় নিতে পারছেন না তিনি।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু চিকিৎসক জয়ন্ত কুমার কুণ্ডু জানান, সার্জিক্যাল বিষয় হওয়ায় জোড়া মাথার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here