খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, ক্ষমতা দেয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ভালোবাসায়। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার একযুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের বিভিন্ন সূচকে দেশ এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দল-মত ও বিভক্তির ঊর্ধ্বে উঠে উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে যশোরের বাঘারপাড়ার বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ৩৯ তম মৃত্যুবার্ষিকী ও বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১টায় বন্দবিলা বাজার জামে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রনজিৎ রায় এমপি। সেখানে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। দুপুর ২টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিজয় চন্দ্র রায়ের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করে মৃত্যুবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বিকেল ৪টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানে সভাপত্বি করেন বিজয় চন্দ্র রায়ের দৌহিত্র ও বিদ্যালয়ের সভাপতি অ্যাড. দেবাশীষ রায়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান,বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শওকত হোসেন মন্ডল। সহকারি শিক্ষক জয়দেব বিশ^াস’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তারক নন্দী, সনদ কুমার মজুমদার ও মানপত্র পাঠ করেন সহকারি প্রধান শিক্ষক সমীর কুমার পাল ও সহকারি শিক্ষক সুজাতা রায়। এ সময় ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশন আলী, মাষ্টার কায়েম আলী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মফিজুর রহমান, যুবলীগ নেতা রুবেল রানা, সঞ্জিত কুমার, আশরাফুল করিম রিজভী, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, জিএম হোসেনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবিএম শফিউল্লাহকে (মরণোত্তর) সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ সরকার, সহকারি শিক্ষক নিখিল কুমার কুন্ডু, রামানন্দ দে, অফিস সহকারী শৈলেন্দ্রনাথ চৌধুরী ও নৈশপ্রহরী দেব কুমার গোস্বামীকে।















