যশোরের শার্শায় শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনঃ জাহাঙ্গীর সভাপতি আলীম সম্পাদক নির্বাচিত

0
378

বেনাপোল প্রতিনিধি।শার্শায় শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের শার্শা উপজেলা শাখার ৫ম বার্ষিক সাধারন সভা ও ত্রি বার্ষিক নির্বাচন উৎসব আমেজে অনুষ্টিত হয়েছে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার এ বি এস এম আক্কাস আলী ও সদস্য জেলা সমবায় পরিদর্শক ইব্রাহিম হোসেন। জেলা কালব সদস্য আমিনুল ইসলাম। ১৫৩ জন ভোটারের মধ্যে ১৪৬জন ভোট প্রদান করেন। বাজেয়াপ্ত হয় ৮ টি।
৬টি পদের বিপরিতে শরিফুল -মিজান পরিষদ ও জাহাঙ্গীর -আলীম পরিষদ ২টি প্যানেলে ১২জন প্রার্থী নিবাচনে অংশ গ্রহন করেন।৮০ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় জাহাঙ্গীর আলম প্রতিক মাছ। শরিফুল ইসলাম ৬২ প্রতিক চেয়ার। সাধারন সম্পাদক আব্দুল আলীম ৭৭ ফুটবল। প্রতিন্বন্দী মিজানুর রহমান৬৮ প্রতিক হরিন। সহ সভাপতি সহিদুল আলম৭৮ সাইকেল রফিকুল ইসলাম৬২ ছাতা। সদস্য রেবেকা সুলতানা ৭৪ মই।শাহানারা ৫৬ টিওব ওয়েল।আব্দুর রহিম৭১ আনারস। মুজিবর ৬৩ মোরগ। আতাউর রহমান ৬৬আম। আলামিন ৬৩ কলম।
পরে নবনির্বাচিত কমিটি ও সদস্যদের নিয়ে এজিএম অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এ বি এস এম আক্কাস আলী। বিশেষ অতিথি আমিনুল ইসলাম জেলা ব্যাবস্থাপক কালব লিঃ। জেলা পরিষদ সদস্য অধ্যাক্ষ ইব্রাহিম খলিল।রফিকুজ্জাম। অহিদুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আব্দুল আলিম।
শান্তপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পূন্ন হয়।
৮ জানুয়ারি শুক্রবার নাভারণ হক কমিউনিটি সেন্টারের ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে টানা দুপুর ১টা পর্যন্ত নিজেদের ভেটার অধিকার প্রয়োগ করেন শিক্ষক কর্মচারীরা।
শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের এবারের নির্বাচনে জাহাঙ্গীর আলীম পরিষদ সভাপতি সম্পাদকসহ ৪জন জয়লাভ করেন। শরিফুল মিজান পরিষদে ২জন সদস্য জয়লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here