নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট

0
280

স্টাফ রিপোর্টার : মুড়লির জনিকে বেধরক মারপিট,জখম ও টাকা ছিনতাই মামলায় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মুর্তজা সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মুর্তজা ওই এলাকার জনি হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি। মর্তুজা চাউলিয়া গ্রামের হাসেম মরজেলের ছেলে। অন্যআসামিরা হলেন, জিরাট গ্রামের আকবরের ছেলে আরমান, কচুয়া ঘাটকান্দা এলাকার রবিউর ইসলামের ছেলে নয়ন, একই এলাকার মোকছেদের ছেলে রানা ও বারান্দী মোল্যা পাড়ার শাহিদ মিয়ার ছেলে আল আমিন। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই হারুন অর রশিদ আদালতে এ চার্জশিট জমাদেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, আসামিরা এলাকার বিভিন্ন ধরণের সন্ত্রাসী কাজের সাথে জড়িত। এলাকার আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১৮ অক্টোবর সন্ধার পর রাজারহাট আমিন পেট্রোল পাম্পের পাশে মুড়লি খাঁ পাড়া এলাকার জনিকে বেধরক মারপিট ও জখম করে। একই সাথে জনির কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। সবশেষে খুন জখমের হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন। এঘটনায় আহত জনির স্ত্রী দোলা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here