যশোরে পুত্রবধূর হাতে শ্বাশুড়ি খুন

0
342

স্টাফ রিপোর্টার : যশোরে পুত্রবধূর হাতে শ্বাশুড়ি বেনোয়ারা বেনু(৪৮) খুন হয়েছে।গত সোমাবর রাত ১০ টার দিকে যশোর সদর উপজেলার ছোটভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেনু ওই গ্রামের বারাসাতের স্ত্রী। পুত্রবধূ আবেদা (৩০) একই গ্রামের সেলিমের স্ত্রী এবং বেনুর মেঝ ভাইয়ের পুত্রবধূ।
নিহত বেনুর ছেলে শিমুল জানান, রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবেদা প্রতিবেশি শ্বাশুড়ি সালমা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। সোমবার সারাদিন ওই ঘটনাকে পুজি করে আবেদা ঝগড়া করতে থাকে। রাত ৯ টার দিকে নিহত বেনুর ছেলে, শিমুলের সাথে কথাকাটাকাটি করতে থাকে। এসময তার মা ঠেকাতে যায়। পুত্রবধূ আবেদা বেনুর চুল ধরে ইটের সাথে আঘাত করে। এসময় বেনু বেগম অসুস্থ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যশোর জেনারেল হাসপতালের ডাক্তার দেলোয়ার হোসেন রাত ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।যশোর কোতয়ালী থানার ওসি মরিরুজ্জামান বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছিল, আসামী আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here