স্টাফ রিপোর্টার: তালবাড়িয়া গ্রামে এক শিক্ষানবীশ আইনজীবীর পরিবারের উপর হামলা, মারপিট ও জখমের অভিযোগে একই গ্রামের চার ভাইয়ের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন যশোর সদর উপজেলার তালবাড়িয়া শালিয়াট গ্রামের শফিয়ার রহমানের ছেলে এনায়েত উল্লাহ ওরফে টুটুল। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, শালিয়াট গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হুমায়ূন কবীর, যশোরের সরকারী এক বিশেষ বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মামুন, উলায়েত হোসেন ও জিয়াউর রহমান জিয়া।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক। বাদী ও আসামিদের বাড়ি পাশাপাশি হওয়ায় দির্ঘদিন ধরে তাদের মধ্যে শক্রতা চলে আসছিলো। তার জেরে গত ১০ জানুয়ারী আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে হাসুয়া, লোহার পাইপ নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। এসময় জিয়ার হুকুমে উলায়েত হোসেন প্রথমে বাদীর মায়ের মাথায় বাড়ি বাড়তে গেলে তা হাতে লেগে হাত ভেঙ্গে যায়। এরপর আব্দুল্লাহ আল মামুন বাদীর মাকে হাসুয়া দিয়ে মায়ের উপর আঘাত করলে গুরুতর জখম হয়। এসময় বাদী তার মাকে উদ্ধার করতে গেলে আব্দুল্লা আল মামুন বাদীর মাথায় হাসুয়া দিয়ে কোপ মারে। বাদী মাটিতে লুটিয়ে পড়লে অন্য আসামিরাও বাদীর বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। এরপর পিতা এগিয়ে আসলে তার উপরও চড়াও হয় সন্ত্রাসীরা। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা চলে যায় এবং যাওয়ার সময় এ নিয়ে মামলা করলে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা বাদী ও তার মাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।