ভাইরাল শ্রীদেবী কন্যা

0
582

বিনোদন ডেস্ক : নতুন করে আবারো ভাইরাল হলো শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তার কোমর দোলায় মুগ্ধ নেটিজিনরা। গতকাল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পুরনো নাচের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘অশোকা’ ছবির বিখ্যাত গান ‘জা রে পবন’। গানের তালে তালে বেলি ডান্স করছেন তিনি। গানের সঙ্গে শরীরের প্রতিটি অংশের ছন্দ একেবারে মাপা। বিচ্যুতি নেই কোনও। তার কোমর ও পেটের নমনীয়তায় মুগ্ধ নেটাগরিকরা।
সাদা রঙের একটি ক্রপ টপের সঙ্গে সাদা রঙের হারেম প্যান্ট পরে রয়েছেন তিনি। খোলা চুলও যেন গানের তাল থেকে বেরচ্ছে না। রিল ভিডিয়োর ক্যাপশন দেখে বোঝা গেল, এই ভিডিওটি পুরনো। এখন আর বেলিডান্স করার সময় পান না। এই ভিডিওপি পোস্ট করে জানালেন, সেই সময়টাকে বড্ড মিস করছেন তিনি। নিয়মিত ‘বেলি ডান্স সেশন’-এ যোগ দিতেন শ্রীদেবী কন্যা। দক্ষিণী অভিনেত্রী অহনা কৃষ্ণা, ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র, সঞ্জয় কপূরের স্ত্রী মহীপ কপূর প্রমুখ তারকা তাদের বিস্ময় ও ভালবাসা জানিয়ে গিয়েছেন জাহ্নবীর রিল ভিডিওর তলায়। কারও কারও কমেন্ট দেখে স্পষ্ট হল, জাহ্নবীকে দেখে তার মায়ের কথা মনে পড়ছে অনেকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here