আনিছুর রহমান:- মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে আওয়ামী সেচ্ছা সেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ওই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে ইউনিয়ন কমিটি।
অনুমোদনকৃত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ও সেক্রেটারিতে স্থান পেয়েছে, এক নম্বর ওয়ার্ডে সভাপতি জিএম তাজউদ্দিন আহমেদ (ভুট্টো) সেক্রেটারি আবুল হাসান, দুই নম্বর ওয়ার্ডে সভাপতি ফিরোজ হোসেন সেক্রেটারি আশরাফ আলী, তিন নম্বর ওয়ার্ডে সভাপতি আব্দুল ওহাব গাজী সেক্রেটারি আবু সুফিয়ান, চার নম্বর ওয়ার্ডে সভাপতি মহাসিন বিশ্বাস (ভুট্টো) সেক্রেটারি ইনামুল হক, পাঁচ নম্বর ওয়ার্ডে সভাপতি বজলুর রহমান সেক্রেটারি সাহেব আলী, ছয় নম্বর ওয়ার্ডে সভাপতি বাবু সানা সেক্রেটারি আবু তালেব, সাত নম্বর ওয়ার্ডে সভাপতি জিয়ারুল ইসলাম সেক্রেটারি আনোয়ার হোসেন, আট নম্বর ওয়ার্ডে সভাপতি জাহাঙ্গীর গাজী সেক্রেটারি হাবিবুর রহমান, নয় নম্বর ওয়ার্ডে সভাপতি হাফিজুর রহমান সেক্রেটারি মেহেদি হাসান (জনি)। এদিকে ১৫ ডিসেম্বর এক ও দুই নম্বর ওয়ার্ড, ১৭ ডিসেম্বর তিন ও চার নম্বর ওয়ার্ড, ১৯ ডিসেম্বর পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড, ২১ ডিসেম্বর সাত ও আট নম্বর ওয়ার্ড এবং ২৪ ডিসেম্বর নয় নম্বর ওয়ার্ড সহ সকল ওয়ার্ডের ৩৫ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ইউনিয়ন কমিটি।
এ বিষয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর কবির শামীম ও সেক্রেটারি আব্দুল মান্নান জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জাঁকজমক পূর্ণভাবে সম্মেলন করে সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করাই ওই সকল কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দ হাজরা বলেন, মশ্মিমনগর ইউনিয়নের সকল ওয়ার্ডে সেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করায় আমি ইউনিয়ন কমিটিকে ধন্যবাদ জানাই।