স্টাফ রিপোর্টার : যশোর অভনগরের কাদিরপাড়া গ্রামের কিশোরী তিশা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মা ও বাবাকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। বুধবার তিশার প্রতিবেশী মৃত মুন্তাজ শেখের ছেলে ইকবাল শেখ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু অভিযোগটির তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে। আসামিরা হলো মৃত তিশার পিতা নেহাল তরফদার ও মা শিউলি বেগম।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের মেয়ে তিশা অপরিচিত এক ছেলের সাথে প্রেম করে। গত ১৫ নভেম্বর তিশা ওই ছেলেকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পলিয়ে যায়। রাত ১২টার দিকে কাদিরপাড়া বাজারে পরিচিতজনেরা তিশাকে দেখে ধরে বাড়ি দিয়ে যায়। এরপর আসামিরা তিশাকে ঘরে আটকে রেখে নির্যাতন করে। দীর্ঘ ১৫ দিন আটক থাকার পর গত ১ ডিসেম্বর বেলা ১১ টায় তিশাকে ঘর থেকে বের করে পিতা ও মা মারপিট করে। এরমধ্যে প্রতিবেশীরা তাদের বাড়িতে আসে ভীড় জমায়। গুরুতর আহত তিশাকে কীটনাশক করে আত্মহত্যা করতে বলে তারা। তিশা ঘরে থাকা কীটনাশক পান করে। গুরুতর অসুস্থ তিশাকে তার পিতা ও মা হাসপাতালে নিতে অপারগতা প্রকাশ করে। তিশার অবস্থার অবনতি হওয়ায় প্রতিবেশীরা তাকে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিশা মারা যায়। আসমিরা নিষ্ঠুর ও নির্দয় হওয়ায় তারা এহেন অপরাধ করায় তিনি এ মামলা করেছেন।














