আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আ’লীগের সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী আরশাদ আলী বিশ্বাস ভোটের মাঠে

0
629

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনকে রেখে রাড়ুলী ইউনিয়নে আ’লীগনেতা ও রাড়ুলী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আরশাদ আলী বিশ্বাস সম্ভাব্য চেয়য়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ইতোপুর্বে তিনি ঈদ-পূজোয় পোষ্টার,প্যানা সহ সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন ও ইউনিয়নের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা-কর্মী সহ নানা শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করে সাম্ভাব্য দলীয় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ভৌগলিক ভাবে একদিকে কপোতাক্ষ নদ ও অন্যদিকে সাতক্ষীরা জেলা সিমান্ত এলাকাজুড়ে ব্যাপক জনসংখ্যা বেষ্টিত জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি রায়)’র জন্মস্থান রাড়ুলী ইউনিয়ন খুবই গুরুত্বপুর্ন। খুলনা জেলায় যার ব্যাপক পরিচিতি রয়েছে। এলাকার মানুষ মনে করছে বর্তমান শেখ হাসিনা’র সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড ধরে রাখতে রাজনৈতিক ভাবে গুরুত্বপুর্ন এ ইউনিয়নে নেতৃত্ব দেওয়ার মত একজন সাহসী ব্যক্তি বা নেতার প্রয়োজন। যার ব্যক্তি ইমেজ ও সাধারন মানুষের কাছে গ্রহনযোগ্যতা রয়েছে। সেই বিবেচনায় আরশাদ আলী বিশ্বাসের মত নবীন-প্রবীন অনেকেই রাড়ুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাম্ভাব্য দলীয় প্রার্থীতার প্রতিযোগিতায় থাকতে পারেন? এ প্রসঙ্গে সাম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস জানান, আমি অতীতে দলের শুদিনে-দুঃর্দিনে নেতা-কর্মী ও সমর্থকদের পাশে থেকে দলীয় রাজনৈতিক কর্মকান্ডে সময় দিয়েছি। এখনও দিচ্ছি। ভর্বিষতেও দিয়ে যাব। নির্বচনে দলীয় প্রতীকে মনোনয়ন চাইব। আশাকরি জনমত জরীপে সবদিক বিবেচনা করে দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুড়ান্ত সিদ্ধান্ত দিবেন । সর্বশেষ তিনি বলেন দল যে নেতাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক পাঠাবেন তার পিছনে কাজ করবেন বলে ঘোষনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here