দশমিনায় ঘুষ দেয়ার অভিযোগে ২ জনের জরিমানা ও কারাদন্ড

0
545

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল কাইয়ুমকে ঘুষ দিয়ে প্রভাবিত করার অভিযোগে ২ জনকে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়। উপজেলার চরহাদীতে খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মান করে বসবাস করার অভিযোগে মোঃ আলাউদ্দিন (৪৫) ও মোঃ সোহেল (৩৫) কে ঘর সরিয়ে নেয়ার জন্য তহসিলদারকে পাঠানো হয়। খাস জমি থেকে ঘর সরানোর জন্য একাধিকবার তহসিলদারকে পাঠনো হলেও তারা ঘর সরিয়ে নেয়নি। গত বুধবার দুপুরে তারা ভূমি অফিসে এসে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল কাইয়ুমকে ঘুষ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ১ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here