ঝিনাইদহের মহেশপুরে জাল টাকার নোটসহ চার জন আটক

0
364

আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা সহ আসামী ১। মোঃ সোহেল খান (৩০), পিতা-নুরুল ইসলাম খান, সাং-জলীলপুর খান পাড়া এবং মাদকদ্রব্য সেবন করাকালে আসামী ২। মোঃ আল আমীন (৩৫), পিতা-মোঃ মিরাজ মিয়া, সাং-মহেশপুর পোষ্ট অফিস পাড়া ৩। হাসান @ ডাবলু (৪৫), পিতা-আমিন মোল্লা, সাং-জলীলপুর হাজী পাড়া ৪। মোঃ ফজলুর রহমান (৪৩), পিতা- মৃত নুর বক্স, সাং-কৃষ্ণপুর, সর্ব থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহদেরকে আটক করেন। তাদেরকে জাল টাকা রাখার দায়ে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here