0
253

বাঘারপাড়ার বিএনপি নেতা
মান্নান খানের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আব্দুল মান্নান খাানের দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার রঘুনাথপুর গ্রামের পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা ছুটে যান। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here