শেখ ইমন, কালিগঞ্জ সাতক্ষীরা (ভ্রাম্যমান) প্রতিনিধি ঃ কালিগঞ্জ প্রেস ক্লাবে ১৬ জানুয়ারী শনিবার বেলা ১২টায় শেখ রমজান আলী পিতা মৃত আব্দুল মোতালেব সং ভাড়াশিমলা লক্ষিপদ সাহা পিতা নকুল সাহা সং কামদেবপুর দ্বয় জাল জালিয়াতি জবর দখলকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ মঞ্জুরুল ইসলাম, তিনি বলেন রমজান আলী ও লক্ষèী পদ তাহারা যোগসাজসে এসএ ৩৪৫ খতিয়ান ভূক্ত রেকর্ডিও মালেক মৃত শেখ আব্দুল গফ্ফারের ৮.৯৬ জামির স্থলে সেটেলমেন্ট জরিপ আপিল স্থরে গোপনীয় ভাবে শেখ আব্দুল গফ্ফারের নাম কাটিয়া জমি নিজেদের নামে রেকর্ড করেছে। । শেখ আব্দুল গফ্ফার নিঃস্তান হওয়ায় তার স্ত্রী আছিয়া খাতুনের নাম ব্যবহারের বিভিন জালিয়াতি দলিল সৃষ্টি করে। আছিয়া খাতুন তাহার জীবদ্দশায় সাতক্ষীরার বিজ্ঞ নোটারী পাবলিকে যেয়ে এফিডেফিট করে। তাদের মৃত্যুঅন্তে ইসলামীক ফারায়েজ মোতাবেক সমস্ত ওয়ারেশরা প্রাপ্ত হবে। বিরোধীয় সম্পত্তি শেখ রমজান আলীর ভোগ্নিপতি শেখ আব্দুর রশিদ প্রায় ২০/২২ বছর যাবৎ মাছের ঘের করিত। রশিদের সত্ত থাকায় তাহাকে মারপিট করিয়া ঘর জ¦ালাইয়া দিয়া শেখ রমজান আলী ও লক্ষিপদ সাহারা ঘের হইতে বিতাড়িত করে। গত ২/৩ বছর যাবৎ লক্ষিপদ সাহা রমজান আলী কুপরামর্শ কাহাকেও হারির টাকা দিতেছেনা। অথচ আমি শেখ মঞ্জুরুল ইসলাম পিতা শেখ আব্দুল করিম ও শেখ জাকির হোসেন পিতা মৃত শেখ মোজাম্মেল হক উভয় সাং ভাড়াশিমলা সম্পন্ন বৈধ ভাবে সরকার এসএ রেকর্ডিও মালিকের কাছে হস্তন্তর করার পর জমি খরিদ করি। অথচ শেখ রমজান আলী পিতা মৃত শেখ মোতালেব আলী সরকারের মালিকানা থাকার সময় সম্পন্ন তঞ্চকী ভাবে এসএ রেকডিও মালিক আব্দুল গফ্ফারের নামে মাঠ রেকর্ড করাইয়া বিভিন্ন দলিল সৃষ্ঠি করিয়াছে। আমরা বলতে চাই সরকার গত ইংরেজী ১২/৪/২০০০ তারিখে এসএ রেকর্ডি মালিকের অনুকুলে জামি হস্তন্তর ও দখর বুঝাইয়া দেয়। আজকের বিরুদ্ধো বাদী শেখ রমজান আলী ও লক্ষিপদ সাহা যোগ সাজসী ভাবে বিরোধীয় সম্পত্তি সরকারের মালিক থাকা অবস্থায় স্বত্তহীন দলিলের মাধ্যমে জবর দখল করিয়া রাখিয়াছে। গত ইং ১৩/১/২০২১ তারিখ রাত্র অনুমান ১২টা ৩০ ঘটিকার সময় ১৫/২০ জনের বাহীনি লইয়া আমাদের ঘেরে পাহারাদারকে ব্যবপক মার ধর সহ গাছের সাথে দড়ি দিয়া বাধিয়া মৎস্য ঘেরের ঘরে আগুন জালিয়ে দেয়। এ বিষয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। তিনি সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে শিক্ষকদের সাথে সেমিনারে নার্গিস বেগম/ সুচিন্তিত শিক্ষা ব্যবস্থা...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। বিগত ১৬ বছর বিএনপি এ...
কিশোর গ্যাং ও চোরাচালান প্রতিরোধে এবং যানজট মুক্ত যশোর উপহার দিতে আইন শৃঙ্খলা...
বিশেষ প্রতিনিধি : জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। একই সাথে সকলের সহযোগিতায় এই অবস্থার উন্নয়ন...
করোনা ভাইরাস পরীক্ষায় প্রস্তুত যবিপ্রবি: ভিসি ডঃ মজিদ
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
(যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেছেন, করোনা ভাইরাস পরীক্ষা
করতে প্রস্তুত রয়েছে যবিপ্রবি। পূর্বের ন্যায়...
নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রাইভেটকারের চালকসহ ৭ জন গ্রেফতার ॥ ৩২ লাখ টাকা...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : প্রাইভেটকার থামিয়ে নগদের বিপুল পরিমান
টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৭ জনকে আটক কেেরছ যশোর পুলিশ। উদ্ধার
হয়েছে ৩৩ লাখ ৫ হাজার...
খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরক যন্ত্রণা
শহিদুল ইসলাম : সড়কটি যেন আর সড়ক নয়, এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত অংশজুড়ে যেন ভয়াল...