খোলামেলা পোশাকে নুসরাত

0
747

বিনোদন ডেস্ক :খোলামেলা পোশাকে এবার ফটোশুট করলেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। ছোট পোশাকে ফটোশুটের কারণে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হল তাকে। শর্ট ড্রেস পরে সোফায় বসে আছেন নুসরাত। তার ডান হাতে মোবাইল, আর বাঁ হাতে সাদা স্টাইলিশ চশমা। এভাবেই বেশকিছু অ্যাঙ্গেলে ছবি পোস্ট করেছেন সাংসদ-অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, চিন্তার জন্য খাদ্য: এই জিনিসগুলি নিয়ে কাজ করা থেকে মানুষজন আমায় বিরত রাখতে পারেন না…আমার খুশি। ব্যাশ, ওমনি সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছে নুসরাতকে। কেউ কেউ আবার এখানেও যশ-নিখিল টেনে আনতেও ছাড়েননি।
তবে সকলেই যে শুধু বসিরহাটের সাংসদ, অভিনেত্রীকে আক্রমণ করেই পোস্ট করেছেন এমনও নয়, অনেকেই আবার নুসরাতের সাহসী ফটোশুটের প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here