দেবহাটার সখিপুর ইউপির গরীব, অসহায়, মেহনতি মানুষের আশার আলো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম

0
506

আবুল হাসান,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :সাতক্ষীরা জেলাধীন দেবহাটা উপজেলার ৩ নং সখিপুর ইউনিয়নে এবার অন্যরকম নির্বাচনী আভাস। সকলের কাছে প্রিয় মুখ, সকলের কাছে সাইফুল বস নামে পরিচিত সেই সাইফুল ইসলাম এখন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। সাইফুল ইসলামের নির্বাচনে আসাকে নিয়ে অনেকেই যেন একটু নড়েচড়ে বসেছে। অনেকেই আবার নতুন আশার স্বপ্ন দেখতে শুরু করেছে। সাইফুল ইসলাম অনেক সাদাসিদা জীবন যাপন করেন। নিজের সকল কাজ প্রায় নিজে নিজেই সমাধান করেন। কখনও একাকি বাজারে, কখনও চায়ের দোকানে, কখনও সাধারণ মানুষের পাশে বসে জনপ্রিয়তার শীর্ষে সাইফুল ইসলাম। মাঝে মাঝে পায়ে হেটে, আবার কখন মোটরসাইকেলে নিজের প্রয়োজন নিজেই সমাধান করেন তিনি। তিনি গরীব, অসহায় মেহনতী মানুষের বন্ধু তার কাছে কেউ আর্থিক সাহায্যের জন্য গেলে বা বিপদের জন্য গেলে তিনি কাউকে ফিরিয়ে দেননা। তার ভিতরে কোন গর্ব অহংকার কিছুই নেই বলে সাধারণ মানুষ সংবাদ কর্মীকে জানিয়েছেন। জনসাধারনের সাথে কথা বলে জানা যায়, তারা সকলেই পবিত্র ভোটের বালটের মাধ্যমে নির্বাচিত করবো এমনই প্রত্যাশার কথা জানিয়েছেন। গর্ব করে এটা বলতে হয় তিনি দেবহাটা উপজেলার ভিতরে একজন ব্যক্তি বস নামে পরিচিত তিনি হলেন সাইফুল বস। নির্বাচনী বিষয় তার সাথে কথা বললে তিনি দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধিকে জানান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারলে তিনি ৩ নং সখিপুর ইউনিয়নে একটি মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেবেন এমনই প্রত্যাশা রেখে ইউনিয়নবাসীর নিকট দোয়া, সমার্থন ও আর্শিবাদ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here