মারা গেলেন মণিরামপুর বিএনপির সেক্রেটারি

0
508

স্টাফ রিপোর্টার : মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (৬২) মারা গেছেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে রাজধানীতে জাতীয় কিডনি ইনসটিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।
মণিরামপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মশিয়ার রহমান ২০০২ সাল থেকে মণিরামপুর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি টানা দুইবার শ্যামকুড় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
মশিয়ার রহমান শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
মণিরামপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, মশিয়ার রহমান দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ৫-৬ মাস ধরে তিনি ঢাকায় জাতীয় কিডনি ইনসটিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য মশিয়ার রহমানকে ভারতে নেওয়ার প্রস্তুতি চলছিল। পাসপোর্ট ও ভিসার কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে তার মৃত্যুর খবর আসে বলে জানান মিন্টু ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here