চেনা রূপে ডিপজল

0
654

বিনোদন ডেস্ক : গেল বছরের শেষের দিকে জনপ্রিয় অভিনেতা ডিপজল বেশ অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরেও গিয়েছেন। তবে এই অভিনেতা এখন সুস্থ আছেন বলেই জানান। নতুন বছরের শুরু থেকে তাই চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি নেন। এরইমধ্যে চেনা রূপে ফিরলেন এই অভিনেতা। তিন বছর পর এই অভিনেতা ক্যামেরার সামনে দাঁড়ালেন। গতকাল থেকে ‘মানুষ কেন অমানুষ’- শিরোনামের একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি। এটি পরিচালনা করছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।
একই নির্মাতার ‘দুলাভাই জিন্দাবাদ’- ছবিতে সর্বশেষ দেখা গেছে ডিপজলকে। এটি মুক্তি পায় ২০১৭ সালে। সেই সময় ছবিটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। নতুন ছবির মধ্য দিয়ে এই অভিনেতা বিরতি ভাঙলেন বলে জানান। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। ডিপজল বলেন, দর্শক বরাবরই আমাকে নতুন চরিত্রে দেখতে পছন্দ করেন। দর্শকের মনে দাগ কাটে এমন একটি চরিত্র নিয়েই আমি তাই আসছি। বাংলা ছবির দর্শকদের এই ছবিটি ভালো লাগবে। চলচ্চিত্রে প্রথম নায়ক হিসেবেই অভিষেক হয় ডিপজলের। ‘টাকার পাহাড়’- শিরোনামের একটি ছবির মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে খল-নায়ক হিসেবেও তিনি দারুণ জনপ্রিয়তা পান। টানা কয়েক বছর খলচরিত্রে অভিনয়ের পর আবার নায়ক রূপে ফেরেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here