জাকের পাটি ছাত্র ফ্রন্টের আয়োজনে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে যশোরে প্রস্তুতি সভা

0
318

আবিদ: নানা আনুষ্ঠানিকতা মধ্যে দিয়ে গতকাল জাকের পাটি ছাত্র ফ্রন্টের আয়োজনে মহা পবিত্র বিশ্ব উরস শরীফের কেন্দ্রীয় মিশনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পাটি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ রবিউল ইসলাম রবি,যুগ্ন মিশন প্রধান মোঃ ফয়জুল বারী, মিশন সদস্য আকাশ আহমেদসহ আর অনেক। প্রধান অতিথি তার মূল বক্তব্যে শুরুতেই বলেন,জাকের পাটি ক্ষমতা কেন্দ্রীয় দল নয়। এটি একটি আদর্শ কেন্দ্রীক দল। এই দলটি দয়াল নবী, রাসূলে পাক সো: আর্দশকে বুকে লালন করে চলে।সত্য ইসলাম প্রচার ও ন্যায় নিতীর মূল কর্মকান্ডে এই দলটি যথাযথভাবে কাজ করে যাচ্ছে।শুধুতাই নয় সি পি এইচ ডি আয়ুবের্দীক ও বিভিন্ন প্রকার কন্জুমার প্রোডাক্ট মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের আয়োজনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এই দলটি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট যশোর জেলার সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান ইবাদ।অনুষ্ঠান শেষে সকলকেই মহা পবিত্র বিশ্ব উরস শরীফের দাওয়াত দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here