ডুমুরিয়ায় মরহুম খান আলী মুনসুর ছিলেন গণমানুষের নন্দিত জননেতা – নজরুল ইসলাম মঞ্জ

0
866
Exif_JPEG_420

গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর ॥ জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খান আলী মুনসুর ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও জনমানুষের নেতা। এই ডুমুরিয়া অঞ্চলে সকল দল, মত ও বর্ণ কোন কিছু নিয়ে বিভেদ ছিল না তার মধ্যে। মানুষকে কি ভাবে আপন কর নিতে হয় সে গুণটুকু তার মধ্যে ছিল। প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ যে কত আপন হতে পারে তা খান আলী মুনসুরের মৃত্যু’র পরে আমরা টের পেয়েছি। আসলে আমাদের প্রকৃত নেতা হতে হলে অবশ্যই তাকে অনুসরণ করতে হবে।
শনিবার বিকালে ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খান আলী মুনসুরের ২য় মৃত্যু বার্বিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বক্তৃতার এক পর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মহান এই মানুষটির স্মরণ সভা আমরা বড় পরিসরে পালনের প্রস্তুতি নিয়ে ছিলাম। ডুমুরিয়ার মহান স্বাধীনতা পরিষদ চত্ত্বরে আয়োজন করা হয়েছিল। কিন্তু মরহুম এই মানুষটিকে নিয়েও করা হল কালো রাজনীতি। ক্ষমতাসীন দল ও প্রশাসনের দাপটে আজ আমাদের খোলা মাঠ ছেড়ে এই ছোট্ট কুঠিরে পালন করতে হল। তবুও আমরা ভেঙ্গে পড়বো না। সকল অন্যায় অত্যাচার জেল-জুলুম উপেক্ষা করে সামনের দিকে যেতে চাই।
উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান ও সহসভাপতি গাজী তফসির আহমেদ। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শাহিনুর রহমান ও শেখ ফরহাদ হোসেনের সঞ্চলনায় সভায় আরও বক্তৃতা করেন জেলা বিএনপির মনিরুজ্জামান মন্টু, মোল্ল্যা খাইরুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, মেহেদী হাসান দিপু, কামরান হাসান, উপজেলা বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, বিএনপি নেতা মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, আব্দুস ছালাম মহালদার, নিত্যানন্দ মন্ডল, শেখ আব্দুস ছালাম, মোল্ল্যা ইকরামুল ইসলাম, শাহাদাৎ হোসেন হালদার, হেমায়েত রশিদ খান, আব্দুর রব আকুঞ্জি, মাওলানা খলিলুর রহমান প্রমুখ। স্মরণ সভা শেষে মরহমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম। এছাড়া স্মরণ সভার পূর্বে নেতৃবৃন্দরা উপজেলার ভান্ডারপাড়াস্থ বাস ভবনে মরহুমের কবর স্থানে যান এবং সেখানে তাঁর কবর জিয়ারত করেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গত শুক্রবার মৃত্যুবরণ করেন দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মুদি দোকানী ইলিয়াস শেখের মা। খবর পেয়েই গতকাল শনিবার সকালে ছুটে যান তাদের বাড়ি। মরহুমার ছেলে ও আত্মীয়দের সান্তনা এবং সমবেদনা জ্ঞাপন করেন। বিকেলে অসুস্থ মঞ্জুর খানকে দেখতে গোলনায় তার বাড়িতে যান। দুপুরে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন সাবেক জেলা যুব সংহতির সভাপতি খান আনিচুজ্জামানের মা রুমিচা বেগমকে দেখতে যান। তার চিকিৎসার খোজঁ খবর নেন। এছাড়া সকালে দক্ষিণ ডুমুরিয়ার নলগোনা বিলের মধ্যে বসবাসকারী ও বিলের সকল কৃষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে চর ডুমুরিয়ার বিশ্বাসপাড়ায় সকলের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওশের সরদার, জাহাঙ্গীর মোড়ল, পলাশ দাস, প্রদীপ মন্ডল, আশিষ বৈরাগী,হারুনুর রশীদ বাবু, মোজাম্মেল হক মোহন, বাধন মন্ডল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here