বাঘারপাড়া পৌরসভা নিবার্চন, মেয়র পদে সকল মনোনয়ন বৈধতা পেলেও কাউন্সিলর পদের ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে

0
235

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ বাঘারপাড়া পৌরসভা নিবার্চনে মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে মেয়র পদের সকল মনোনয়ন বৈধতা পেলেও ৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ মেয়র পদে সাত জনেরই মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন। অপরদিকে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে পাঁচ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এক জন ও সাধারণ কাউন্সিলর পদে চার জনের মনোনয়ন বাতিল হয়েছে। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের সীমা খাতুন, সাধারণ কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের রেজওয়ান হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের রিংকু হুসাইন ও ৭ নম্বর ওয়ার্ডের রাসেল আহম্মেদ এর মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন। হলফনামায় তথ্যের অসঙ্গতি থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং অফিস সুত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here