মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ১ম মৃত্যুবার্ষিকী

0
437

মাগুরা প্রতিনিধি ॥ আজ (২০ জানয়ারি) বুধবার মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ১ম মৃতূবার্ষিকী। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে কবর জিয়ারত ও বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাফিলের আয়োজন করেছে। এছাড়া পারিবারিকভাবেও তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তানজেল হোসেন খান ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নেন। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সভাপতিসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে রয়েছে তার অসামান্য অবদান।
প্রসঙ্গত, আলহাজ্ব তানজেল হোসেন খান ২০২০ সালের ২০ জানুয়ারি সকাল ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। ওই দিন বিকালে মাগুরা পিটিআই মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here