স্টাফ রিপোর্টার : যশোর ঝিকরগাছা উপজেলার শরিফপুর গ্রামে মেহেদি হাসান শান্ত (১৭) নামের এক স্কুল ছাত্র স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁশ লাগিয়ে আতœহত্যা করেছে। বুধবার ২০ জানুয়ারী সন্ধ্যায় ওই উপজেলার শরিফপুর গ্রামে নিজ বাড়িতে এঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মেহেদী হাসান শান্ত ওই এলাকার মালয়েশিযা প্রবাসী রফিকুল ইসলামের ছেলে।
নিহতের চাচা হাফিজুর রহমান জানান,নিহত মেহেদি হাসান শান্ত গদগালি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে পাশের বাওয়ানয়ালী গ্রামে সোহাগী নামে এক মেয়েকে বিবাহ করে। শশুর বাড়িতে যেয়ে স্ত্রী সোহাগীকে আধা ঘন্টার ভিতর নিজ বাড়িতে আসতে বলে। সে তার নব বিবাহিতা স্ত্রীর ওড়না নিয়ে বাড়িতে চলে আসে। স্ত্রীকে বলে আসে তুমি যদি বাড়িতে না আসো তাহলে আমি এই ওড়না দিয়ে গলায় ফাঁশ দিবো। ২০ জানুয়ারী বুধবার সন্ধ্যায় নিজের শয়ন কক্ষে আড়ার সাথে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁশ দেয়। রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ২১ জানুয়ারী বৃৃৃৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। ঝিকরগাছা থানার এসআই হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই মৃৃৃৃত্যুর ঘটনায় থানায় অপমৃৃৃৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের পরে মৃৃৃৃত্যুর সঠিক কারন জানা যাবে।#














