বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেম অবশেষে পরীণতি পেল। সাতপাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান ও তার বান্ধবী নাতাশা দালাল। আলিবাগে রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন সালমান খান-সহ বলিউডের বহু তারকা। বিয়ের মাত্র কয়েক ঘণ্টার আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন হবু বর। বন্ধুবান্ধবরা বিয়ের আগের রাতে একটি ব্যাচেলার পার্টির আয়োজন করেছিল। যেখানে বিয়ের অনুষ্ঠান হল, সেই আলিবাগের দ্যা ম্যানসন হাউসে থেকে কয়েক মিনিটের দূরত্ব চলছিল ব্যাচেলর পার্টি। গাড়ি নিয়েই যাওয়া আসা করছিল বরুণ ধাওয়ান ও তার বন্ধুরা। রাতে সেই পথেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা।
তবে দুর্ঘটনা তেমন গুরুতর ছিল না। এদিন বিকেলে একেবারে সুস্থ শরীরেই বিয়ের আসরে পৌঁছে যান তিনি। অবশেষে নির্বিঘেœই বিয়ে মিটল বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের।