খেদাপাড়া পল্লি মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ”আলোর পথের” আয়োজনে এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন

0
303

আনিছুর রহমান: মণিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারের সেবামূলক প্রতিষ্ঠান ”আলোর পথের” আয়োজনে খেদাপাড়া পল্লি মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা জটিল কঠিন রুগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এলাকার শত শত নারী পুরুষ ও শিশু রোগীদের চিকিৎসা করেন এ সকল ডাক্তাররা। অভিজ্ঞ ডাক্তাররা হলেন, বাতব্যাথা ও হাড়ভাঙ্গাসহ অন্যন্য রোগ বিশেষজ্ঞ ডা: মোসাব্বিরুল ইসলাম (রিফাত), মেডিসিন,শ্বাসকষ্টসহ অন্যন্য রোগ বিশেষজ্ঞ ডা: তারিক হাসান(তুহিন), গাইনী ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা: উম্মে খাদিজা তুল (দিশা),মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: তৌহিদুজ্জামান, মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা: হযরত আলী, নিউট্রেশন ও ডায়েট বিষয়ে অভিজ্ঞ ডা: রেন্টিনা চাকমা। সেবা কেন্দ্রের সার্বিক দায়িত্বে ও তত্বাবধায়নে ছিলেন, সেচ্ছা সেবামূলক প্রতিষ্ঠান ”আলোর পথের” সভাপতি মোস্তাফিজুর রহমান (রিফাত), সাধারন সম্পাদক সাইদুজ্জামান সোহাগ), কোষাধ্য হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক এরশাদ আলী, প্রচার সম্পাদক আবুল হাছান, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাষ্টার আতাউর রহমান, মাষ্টার সাইদুর রহমান, মাষ্টার আলমগীর হোসেন, মাষ্টার পলাশ কুমার, মাষ্টার জাকিরুল ইসলাম, মাষ্টার বাদল খন্দকারসহ সকল সদস্য বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here