চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সোহরাব হোসেনের রুহের মাগফিরাত কামনায় পৌর এলাকার সকল মসজিদে দোয়া মহিফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ হতে পৌরসভার সকল মসজিদে শুক্রবার বাদ জুম্মা এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সকল মসজিদে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেয়। নিহতের ছোট ভাই সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, বড় ভাই সোহরাব হোসেন ছিলেন পৌর বাসির অত্যান্ত কাছের মানুষ। মৃত্যুর পর তার নামাজে জানাজায় মানুষের যে উপস্থিতি সেটিই প্রমাণ করেছে। তাই পৌরবাসির কাছ থেকে ভাইয়ের রুহের মাগফিরাত কামানয় সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পৌরসভার পাঁচনামনা গ্রামের নিজ বাড়িতে প্রিয় নেতা সোহরাব হোসেন ইন্তেকাল করেন।














