চুকনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দীনের পথসভা

0
280

ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুকনগরে আটলিয়া ইউপির চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী, তরুন সমাজ সেবক ও যুবদল নেতা শেখ হেলাল উদ্দীন পথসভা করেন। শুক্রবার রাত ৮টার দিকে কাঁঠালতলা বাজারের বাসষ্ট্যান্ড চত্ত্বরে বিএনপির নেতা শেখ আবু শাহামার সভাপতিত্বে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান বাচ্চু। উপজেলা যুবদল নেতা প্রভাষক মঞ্জুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আব্দুল মালেক, উপজেলা যুবদল নেতা শেখ শাহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এফ এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ন করিব । বক্তব্য রাখেন শ্রমিক দল নেতা শেখ আব্দুল কাদের উপজেলা ছাত্রদল নেতা ফায়সাল চৌধুরী, অনিক আহম্মেদ, মনিরুজ্জামান সোহাগ, শাম্মি মোল্যা, ইকবল হোসেন, এ্যানি আহম্মেদ, সোহান আহম্মেদ, ইভান গাজী, তামিম শেখ, মনিরুজ্জামান গাজী, শেখ কারিমুল ইসলাম, সোহেল গাজী, রাকিব গাজী, আলম গাজী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here