মণিরামপুরে প্রতিবন্ধীর বসতভিটার জমি দখলের চেষ্টা : বিচার চেয়ে ঘুরছে দ্বারে দ্বারে

0
396

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে এক দৃষ্টি প্রতিবন্ধীর জমি প্রতিবেশি একজন জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। অসহায় দৃষ্টি প্রতিবন্ধী বিচারের দাবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বলে জানাগেছে। উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত শামছের মোল্লার ছেলে আকবব আলী তার জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ভোগদখল করে আসছিল। কিন্তু গত ১৪-৩-২০২০ ইং তারিখ বেলা ১ টার দিকে প্রতিবেশি মৃত হাশেম আলীর ছেলে খোরশেদ সানা (৫৮) আকবর আলীর ০,৭৫ শতক জমি জোরপূর্বক দখল করে নেয় এবং ওই বাস্তজমির সীমানা থেকে আকবর আলীর লাগানো কাঁঠাল, লম্বু, কলা, মেহগণি, সুপারি গাছসহ নানা জাতের গাছ কেটে দেয়। এ ব্যাপারে আকবর বাদী হয়ে খোরশেদ সহ ৩ জনকে বিবাদি করে মণিরামপুর থানায় একটা লিখিত অভিযোগ করে। থানা পুলিশ সরেজমিন তদন্তে আসেন। কিন্তু বিষয়টির সুষ্ঠ সমাধান না হওয়ায় গত ১১-০৬-২০২০ ইং তারিখ বিবাদি খোরশেদ সানার বিরুদ্ধে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করে। চেয়ারম্যান এরশাদ আলী সরদার পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে আকবর আলীকে উচ্চ আদালতে যাবার পরামর্শ দেন। এরপর আকবর আলী গত ১৭-১১-২০২০ ইং তারিখ মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম আদালতরে মাধ্যমে সমাধান করার জন্য ঢাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ দেন। সে সূত্রমতে, গত ২৬-১২-২০২০ ইং তারিখ বেলা ১০ টার দিকে ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সরদার সরেজমিন তদন্তে আসেন। তিনি বাদি-বিবাদি উভয়পক্ষকে উপস্থিত রেখে ঘটনা সম্পর্কে জানেন এবং প্রত্যক্ষ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, ইউপি সদস্য আঃ রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান সাজ্জাদ, সার্ভেয়ার বজলুর রহমান, ঢাকুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ, রুহুল আমিন, বজলুর রশিদ, মাওঃ আঃ মজিদ, হযরত আলী, লালমিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান এরশাদ আলী সরদার ও উপস্থিত ব্যক্তিবর্গ জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন এবং জমি মেপে জমির সীমানা নির্ধারণ করেন। সকলের উপস্থিতিতে খোরশেদ আলী দাবি করে যে, সে ক্রয়সূত্রে ওই জমির মালিক। এ ব্যাপারে একধিকবার গ্রাম্য শালিসী বৈঠাক হয়েছে এবং ৩/৪ বার আমিন এনে জমি মাপ দেয়া হয়েছে। কিন্তু খোরশেদ কোন অবস্থায় মানছে না। আকবর আলী আরও জানায়, তার বড় ভাই আনোয়ার হোসেনের কাজ থেকে খোরশেদ আলী জমি কিনেছে। কিন্তু আনোয়ার জমি না দেয়ায় খোরশেদ সানা আকবরেরর জমি দখর করে নিচ্ছে। তার কোন পুত্র সন্তান নেই। ৪ কন্যা সন্তানের ছোট মেয়ে ৫ম শ্রেণির ছাত্রি পারভীনা খাতুন(১১) কে সাথে নিয়ে অসহায় প্রতিবন্ধী আকবর আলী বিচারের দাবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। মিলছে না কোন ইতিবাচক সাড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here