যবিপ্রবির শিার্থী তাসিবের চিকিৎসায় ৫লাখ টাকা সহায়তা

0
339

মালেকুজ্জামান কাকা, যশোর : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের তৃতীয় বর্ষের শিার্থী তাসিব আহম্মেদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, কাব, সমিতি ও শিার্থীদের প্রত্য সহযোগিতায় প্রায় পাঁচ লাখ নয় হাজার টাকা আর্থিক সাহায়তা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন তাঁর কার্যালয়ে তাসিব আহম্মেদের পিতা মো. মিলনের হাতে এ আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন।
অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত শিার্থীদের উদ্দেশ্যে বলেন, করোনার এই মহামারীর সময়েও তোমরা তোমাদের বন্ধুর জন্য পাঁচ লাখ টাকার অধিক তহবিল সংগ্রহ করেছো, এ জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। আশা করি, মানুষের পাশে দাঁড়ানোর এই ব্রত ভবিষ্যতেও তোমাদের মধ্যে বজায় থাকবে। এ ছাড়া যে সকল শিক তাসিবের চিকিৎসা তহবিল সংগ্রহে সব সময় তদারকি করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানান তিনি। এরপর তাসিব আহম্মেদের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি এবং সর্বাবস্থায় তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
যবিপ্রবির এআইএস কাব, ম্যানেজমেন্ট কাব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং কাব, শারীরিক শিা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাফায়েত মেমোরিয়াল ফান্ড, ফার্মেসী বিভাগের ছাত্র কল্যাণ তহবিল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, যবিপ্রবিস্থ চৌগাছা স্টুটেন্ড অ্যাসোসিয়েশন, মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি তাসিবের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা দিয়েছে। এ ছাড়া তাসিবের স্কুল, কলেজ এবং বিশেষ করে তাঁর বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যবিপ্রবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা, যশোর শহর, খুলনা এলাকায় গিয়ে তাঁর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করেছে। আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় যবিপ্রবির ব্যবসায় শিা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম, তরুন সেন, প্রভাষক মো. হোসাইন আলীসহ তাসিবের সহপাঠীরা উপস্থিত ছিলেন।
তাসিব আহম্মেদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য এখনো ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। তাঁর দিনমজুর বাবার পে এই ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাসিবের পিতা। চিকিৎসা সহায়তা পাঠাতে ঠিকানা; তরুন সেন, সহকারী অধ্যাপক, এআইএস বিভাগ, যবিপ্রবি; বিকাশ: ০১৭৩৬৮৮৮২৬৮; রকেট: ০১৭৩৬৮৮৮২৬৮৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here