নিজস্ব প্রতিবেদক : ‘শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা, দেখাবে আলোর দিশা’ প্রতিপাদ্যে সারাদেশের সাথে যশোরেও বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আয়োজনে যশোর মুক ও বধির সংঘের সহযোগিতায় ৭ ফেব্রুয়ারি ২০২১ এর সকালে সংক্ষিপ্ত শোভাযাত্রার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
কালেক্টরেট চত্বরে এ শোভাযাত্রার উদ্বোধন কালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ইশারা ভাষা পৃথিবীর সবচেয়ে আদি ও প্রাচীন ভাষা, তাই ইশারা ভাষাকে বলা যায় সকল ভাষার মাতৃভাষা। তিনি বলেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের মনের ভাব বিনিময়ের জন্য ইশারা ভাষাই একমাত্র উপায়। তাই সার্বিক বিবেচনায় সমাজের সকলকে নিজ প্রয়োজনে এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে ইশারা ভাষার বিস্তারে এবং প্রতিবন্ধীদের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট (ফিজিও থেরাপি) ডা. বাপ্পী কবি শেখর, এডাব যশোরের সহসভাপতি শাহাজাহান নান্নু, জাতীয় বধির সংস্থার যশোর জেলা প্রতিনিধি জহির উদ্দীন খান, যশোর মুক ও বধির সংঘের সহসভাপতি শফিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক ইসহাক হালদার, কোষাধ্যক্ষ ফারুকুজ্জামানসহ সংঘের সদস্যবৃন্দ। উল্লেখ্য, ২০০৯ সালের পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ইশারা ভাষাকে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। সেবছরের ৭ ফেব্রুয়ারি থেকে দিবসটি বাংলা ইশারা ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।














