নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রাম পুলিশদের (দফাদার/মহল্লাদার) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় ৭ ফেব্রুয়ারি সকালে কালেক্টরেট চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ৭৫টি বাইসাইকেল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, উপশহর ইউপি চেয়ারম্যান এহসানুল হক লিটু, হৈবৎপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ^াস, রামরগর ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশি, ইছালী ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ সকল ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।














