(যশোর: ০৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সিনিয়র ড্রাইভার মো. জাহাঙ্গীর আলমের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদালয়ের কর্মচারী সমিতির উদ্যোগে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
দোয়া-মোনাজাত পূর্ব সংপ্তি বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় জাহাঙ্গীর আলমের পরিবারের পাশে থাকবে। একইসঙ্গে যবিপ্রবির কর্মচারী সমিতিকে তাঁর পাশে থাকার আহ্বান জানান তিনি। সংপ্তি বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় দোয়া-মোনাজাত। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি., কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সহ-সভাপতি এস এম রাজু আহমেদ, রুমেল রহমান রনি, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান পারভেজ, ধর্ম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম মোস্তফা লাল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসেনসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীবৃন্দ।















