নড়াইলে বীরমুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার আর নেই

0
529

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ, লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বার্ধক্য জনিত কারণে ঢাকার আল হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। লোহাগড়া পৌর এলাকার পোদ্দারপাড়ায় তার নিজ বাড়িতে আজ সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় মর্য়াদা প্রদান শেষে জয়পুর পরশমনি মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বীরমুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদাদের মৃত্যুতে লোহাগড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা আওয়ামী লীগ, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের প থেকে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here