ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মৃত ৬৬ তম লাশ দাফন করলো ইসলামিক ফাউন্ডেশন

0
269

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : এ্যাডঃ মোঃআশরাফুজ্জামান, বয়স-৬৫, পিতাঃ মৃত আনিছুর রহমান, গ্রামঃ পিরোজপুর,পোষ্টঃ হাট বারবাজার,৯ নং বাররবাজার ইউনিয়ন,কালীগঞ্জ,ঝিনাইদহ করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ ০৯-০২-২০২১ ইং মঙ্গলবার রাত ৩:৩০ মিনিটে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।তিনি গত ২২/১/২০২১ ইং নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীার জন্য নমুনা প্রদান করেন এবং ২৩/১/২০২১ ইং তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।পরবর্তিতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন।
ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ মহোদয়ের অনুমতিক্রমে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে দাফনের ব্যবস্থা করেন।
কালিগন্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কালিগন্জ উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে দাফন কমিটির সদস্য মাওঃ রুহুল আমিন ও অন্যান্য সদস্যের মাধ্যমে নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে সন্ধ্যা ৭.০০ টায় দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৬৬ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here