হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুরের রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ে সাঁতার কাটতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের ডুবুরী টিম বাঁওড়ে উদ্ধার কাজে নেমেছেন। সাথে কাজ করছেন স্থানীয় মাছ ধরা কর্মীরা।
বিকাল তিনটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রের উদ্ধার কাজ চলছিল। তার নাম শোয়েব। সে যশোর কোই কোচিং সেন্টারের ছাত্র। এছাড়া তার পরিচয় মেলেনি। তিনি যশোর সিটি কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে যশোর থেকে ২০ জনের একদল কলেজ ছাত্ররা রাজগঞ্জ বাজার-সংলগ্ন ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে আসেন। এরপর তারা জেলা প্রশাসক ভাসমান সেতুর পাশ থেকে নৌকায় চড়ে বাঁওড় ভ্রমণে বের হন। নৌকাটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছুলে তিনবন্ধু সাঁতার কাটতে বাঁওড়ে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে দুইজন তীরে উঠে এলেও একজন নিখোঁজ হন।
রাজগঞ্জ ক্যাম্পের এএসআই আজমল হোসেন বলেন, বাঁওড়ে জাল ফেলে নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের কাজ চলছে।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরী টিম ঘটনাস্থলে গেছেন। নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরাসহ স্থানীয় ফাঁড়ি পুলিশ সদস্যরা।















