মোঃ মেহেদী হাসান,মণিরামপুর ॥ যশোর জেলা মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আমিনপুর মান্দারতলা থেকে লক্ষ্মণপুর পর্যন্ত চার কিলো ৩০০ মিটার রাস্তার পিচের কাছে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়ম হওয়ায় রাস্তার নতুন পিচ তুলে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। ভাল কাজের দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। এদিকে স্থানীয় একটি ইটভাটা থেকে ১০ ব্যারেল পরিত্যাক্ত পিচ উদ্ধার করেছেন এলাকাবাসী। রাস্তার কাজে ব্যবহার না করে ঠিকাদারের লোকজন সেগুলো লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ।
শ্যামকুড় ইউপির নারী সদস্য রওশনারার স্বামী আব্দুর রশিদ বলেন, বহুবছর ধরে রাস্তাটির পিচ খোয়া উঠে অবহেলিত ছিল। স্থানীয়দের দাবিরমূখে কয়েক কোটি টাকায় নতুন পিচের কাজ শুরু হয়। ঠিকাদারের লোকজন ঠিকমত রাস্তা পরিস্কার না করে ময়লার উপর পিচ দিচ্ছে। তাছাড়া পরিমাণের চেয়ে কম পিচ দেওয়া হচ্ছে। যে পিচ দেওয়া হচ্ছে সেটাও নিন্মমানের। ফলে পিচ জমাট হচ্ছে না। এমন অবস্থায় শুক্রবার বিকেলে পিচের কাজ চলছিল। জনগণ বাধা দিলেও ঠিকাদারের লোকজন শুনছিলেন না। পরে ক্ষুব্ধ এলাকাবাসী পিচ তুলে ফেলেন। ওইসময় উপ-সহকারী প্রকৌশলী নেয়ামত হোসেন উপস্থিত ছিলেন। তার সামনে কাজে অনিয়ম হলেও তিনি কোন কথা বলেননি। তিনি আরো বলেন, লোকজন উত্তেজিত হয়ে পড়লে ঠিকাদারের লোক এসে ভাল কাজের আশ^াস দেন। কিন্তু পরিস্কার না করেই আবার রাতের আধারে রাস্তায় প্রাইমকোর্ট (কালো তেল) দেন শ্রমিকরা। সেই অবস্থায় গতকাল শনিবার সকালে আবার কাজ শুরু হয়। রাস্তার অবস্থা দেখে আবারো কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ১১টার দিকে পুনরায় কাজ শুরু হলে চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এসে কাজ বন্ধ করে দেন। এদিকে গতকাল শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, শুক্রবার বিকেলে রাস্তায় ব্যবহার করা পিচ জমাট বাধেনি। ওইসময় কাজ চলতে থাকলেও উপ-সহকারী প্রকৌশলী নেয়ামত হোসেনকে পাওয়া যায়নি। তিনি ঠিকমত সাইড ভিজিট করেননা বলে অভিযোগ। আবু সাইদ নামে এক ঠিকাদারের পক্ষে রাস্তাটি দেখভাল করছেন মনিরুজ্জামান মনি। তিনি বলেন, শুক্রবার কাজ চলার সময় আমি ছিলাম না। হট্টোগোলের খবর পেয়ে আমি আসি। শনিবার আমি উপস্থিত থেকে কাজ করাচ্ছিলাম। ঠিকঠাক কাজ চলছিল।
উপ-সহকারী প্রকৌশলী নেয়ামত হোসেন বলেন, আমি সাইডে যেতে না পারলেও কাজে অনিয়ম হচ্ছে না। স্থানীয়রা কেন এটা করছেন বুঝতে পারছি না। শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, অনিয়ম হওয়ায় স্থানীয়দের দাবিতে রাস্তার পিচের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যে পিচ দেওয়া হয়েছে সেটা তুলে নতুন করে ভাল কাজ করতে হবে। মণিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।















