মাস্টার ময়েজ উদ্দীন প্রতিবন্দী বিদ্যালয়ের শিার্থীদের মাঝে কম্বল ও মাক্স বিতরণ

0
262

জি,এম, ফিরোজ উদ্দিন (মনোহরপুর, মণিরামপুর) প্রতিনিধি : যশোর জেলার মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত মাস্টার ময়েজ উদ্দীন মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিার্থীদের মাঝে কম্বল ও মাক্স বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ৪.০০ ঘটিকায় মাস্টার ময়েজ উদ্দীন মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা বি,এম,মোস্তফা মহিতুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে মণিরামপুরের সহকারি উপজেলা শিা অফিসার মো: বাবলুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মো: রজবালী গাজী, সাংবাদিক রিপন হোসেন সাজু, জি,এম,ফিরোজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সহকারি শিক কেয়া ঘোস, শিউলি খাতুন, মো: এনামুল কবির, মো: জিন্নাত বিশ্বাস, স্বপন হালদার, শিলা খাতুন, শাহিন আলম, মুক্তা রায়, জুয়েল রানা, মো: আজাহারুল ইসলাম, মো: হিল্লাল বিশ্বাস, মো: আয়ুব আলী সহ জগবন্ধু হালদার। উল্লেখ্য অর্ধ শতাধিক কম্বল ও মাক্স বিতরণ করেণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here