বিশ্ব ভালোবাসা দিবসে যশোরে এক দম্পতির ব্যতিক্রমী আয়োজন

0
358

স্টাফ রিপোর্টার : বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে থাকে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর হরেকরকমের আয়োজন। রক্তদান গতানুগতিক বিষয় হলেও, যেন এ আয়োজনটি ছিলো আর দশটা আয়োজনের থেকেও ভিন্ন। যা লাখো-কোটি টাকার মূল্যের কাছেও হার মেনে যায় নিমিষেই। ভালোবাসা দিবসে একই সাথে স্বামী-স্ত্রীর রক্তদান। ভালোবাসা দিবসে রক্ত দিবেন বলে উনারা রোগী খোঁজার উদ্দেশ্যে দুই-তিন দিন আগে থেকেই ফেসবুকেও পোস্ট করেন। অবশেষে কাঙ্খিত সেই চাওয়া পূরণ হলো এই যুগলের। ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজনে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্তদানের মাধ্যমে শ্রেষ্ঠতম উপহার প্রদান করলেন খালেদুর রহমান টিটু ও নুরুন্নাহার স্বপ্না নামের এই দম্পতি। সাথে সাথেই উনারা চেয়েছেন বাবা-মায়ের সামান্য ভুলের কারনে যেন বাংলাদেশে আর কোন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম না হয়। এজন্য তারা পথিমধ্যে থাকা কিছু মানুষকেও বিয়ের আগে রক্ত পরীা করা এবং তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জেনে এবং বুঝে বিয়ে করার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করেন। তখন পৃথিবীর সমস্ত সুখ যেনো একসাথে জড়ো হয়, যখন এমনইভাবে ভালোবাসার দুই’য়ে-এক আত্মা মিলে ভালোবাসাকে উৎসর্গ করে। অসীম শ্রদ্ধা এই বিশ্ব প্রেমিক, মানতবতা প্রেমি যুগলের প্রতি। আপনাদের’কে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। (আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিষয়টি প্রকাশ করে, মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে এবং উদ্বুদ্ধকরণ করতে আপনার সদয় মর্জি হয়।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here