আগামী ২৩ ফেব্রুয়ারি হানুয়ার হাফিজিয়া ও নুরানী মাদরাসা ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিল

0
318

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : আগামী ২৩ ফেব্রুয়ারি (মঙ্গবার) সকাল ১০টা থেকে (দিনের বেলা) মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার হাফিজিয়া ও নুরানী মাদরাসা ময়দানে ৪৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। হানুয়ার হাফিজিয়া ও নুরানী মাদরাসার উদ্যোগে এ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত ওয়াজ মাহফিলে হানুয়ারের আলহাজ মাওঃ আব্দুর রহমান সাহেবের সভাপতিত্বে এদিন প্রধান বক্তা হিসেবে ইসলামী আলোচনা করবেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন হযরত মাওঃ গোলাম রব্বানী যুক্তিবাদি (গাইবান্ধা)। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করবেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ ক্বারী মাওঃ নিজামুদ্দীন বিপ্লবী (গোপালগঞ্জ) ও তৃতীয় বক্তা হিসেবে ইসলামী বয়ান করবেন- হানুয়ার হাফিজিয়া ও নুরানী মাদরাসার শিক হাফেজ মাওঃ আশরাফুজ্জামান। উক্ত ওয়াজ মাহফিলে সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরিধান করে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দো’জাহানের অশেষ নেকী হাসিল করার আহবান জানিয়েছেন আয়োজক কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here