ঝিকরগাছায় কৃষকদের সিড টু হারভেস্ট সল্যূশন প্রশিক্ষন অনুষ্ঠিত

0
302

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ বায়ার ফর বাংলাদেশ নামীয় আর্ন্তজাতিক মানসম্মত বীজ ও কীটনাশক বাজারজাত করন প্রতিষ্ঠান বায়ার ক্রপ সায়েন্স লিঃ ও ব্র্যাকের আয়োজনে যশোরের ঝিকরগাছায় কৃষকদের সিড টু হারভেস্ট সল্যূশন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গদখালী ইউনিয়ন পরিষদের হলরুমে দূ’ভাগে ২ শতাধিক কৃষকদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ। বিশেষ অতিথি ছিলেন, বায়র ক্রপ সায়েন্সের প্রতিনিধি কৃষিবিদ আতিকুজ্জামান, ঝিকরগাছা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন। এসময় বক্তব্য রাখেন, বায়ার ক্রপ সায়েন্সের ঝিকরগাছার পরিবেশক আকরাম খাঁন, বায়ার প্রতিনিধি এম এ করিম রেজা, মনিরুজ্জামান ও আব্দুল আওয়াল। এর আগে গত ১৭ নভেম্বর বায়ার ফর বাংলাদেশের পক্ষ থেকে ঝিকরগাছায় ২ শত ৩৪ জন কৃষককে ৩ প্যাকেট করে তেজ গোল্ড বায়ার হাইব্রিড-৫ জাতের ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছিল বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here