ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালা’র শিার্থীদের মাঝে কম্বল বিতরণ

0
323

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা কল্যাণ সমিতির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের শিাপ্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র শিার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় ঝিকরগাছা পেন ফাউন্ডেশনের আয়োজনে রূপান্তর হস্তশিল্পের উপজেলা মোড়স্থ কার্যালয়ের অনুষ্ঠানে পেন ফাউন্ডেশন ও স্বপ্নলোকের পাঠশালা’র সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক ও গবেষক সফিয়ার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক মেঘনা ইমদাদ। এসময় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা দুলাল পদ দেবনাথ, কবি ও সাহিত্যিক টিপু সুলতান, পেন ফাউন্ডেশন ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, র‌্যাটস-আই’র ব্যাবস্থাপনা পরিচালাক ও ঝিকরগাছা কল্যাণ সমিতির প্রতিনিধি মোঃ তৌহিদুর রহমান, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, শিক সাবিনা হীরা, রিজন বিশ্বাস, শারমীন আক্তার শান্তা ইসলাম, বিথী, হস্তশিল্প প্রশিক শাহনাজ পারভীন নিসু সহ আরো অনেকে। এসময় সর্বমোট ৭০জন শিার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here